স্বেচ্ছাশ্রমে গ্রামের রাস্তা মেরামত এলাকাবাসীর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কিশোরগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

স্বেচ্ছাশ্রমে গ্রামের রাস্তা মেরামত এলাকাবাসীর

স্বেচ্ছাশ্রমে গ্রামের রাস্তা মেরামত এলাকাবাসীর

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের তাতারকান্দা ৩নং ওয়ার্ডের এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে একটি খানাখন্দে ভরা রাস্তা সংস্কার করছে। তাদের সঙ্গে কওমি মাদ্রাসার ছাত্ররাও সহযোগিতা করছে।

কেউ ঠেলাগাড়ি দিয়ে, মাটি টানছে। কেউবা সহযোগী হয়ে শ্রম দিয়ে আনন্দের সঙ্গে কাজ করছে। কেউবা মাটি টানার উপকরণ কোদাল, ঝুপড়ি ও বাঁশ দিয়ে সহযোগিতা করছে।  

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ অক্টোবর) থেকে এই কাজ শুরু হয়েছে। অর্ধশত মানুষ স্বেচ্ছাশ্রমে ইউনিয়নের শিমুল কান্দি মেইন রোড থেকে মসূয়া বাজারের যাওয়ার বাইপাসের রাস্তাটির বিভিন্ন অংশ মেরামতের কাজ করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি অনেকটাই অকেজো ছিল৷ বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে চলাচলের সমস্যা সৃষ্টি হয়েছিল। স্থানীয় কৃষকরা তাদের সবজি নিয়ে বিক্রি করতেও সমস্যার মধ্যে পড়েছে৷ স্থানীয়রা আবেদন নিবেদন করেও বরাদ্দ না থাকায় ইউনিয়ন পরিষদ থেকে রাস্তা মেরামতের কাজ করা হয়নি৷ দিন দিন সমস্যা গুলো প্রকট হতে শুরু করলে এটি স্বেচ্ছাশ্রমে মেরামতের উদ্যোগী হন মসূয়া ইমাম ওলামা পরিষদের সভাপতি ও স্থানীয় কওমি মাদ্রাসার মুহতামিম মুফতি মো. ইসমাইল। তিনি প্রথমে সহযোগিতা সংগ্রহ করে স্থানীয় এলাকাবাসীকে নিয়ে নেমে পড়েন। তার আহবানে স্থানীয় আলেম ও মাদ্রাসার শিক্ষার্থীরাও এগিয়ে আসেন৷


স্বেচ্ছাশ্রমের কাজের উদ্যোক্তা মুফতি মো. ইসমাইল বার্তা২৪.কমকে বলেন, ‘গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তাটি অনেকটাই বিচ্ছিন্ন ছিল৷ মানুষের চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছে৷ সরকার পরিবর্তন হওয়ায় দীর্ঘ সময় মেরামতের জন্য অপেক্ষায় থাকতে হতে পারে৷ এজন্য আমরাই উদ্যোগী হয়ে মেরামতের কাজে হাত দিলাম। ২-৩ কিলোমিটারের মতো কিছু গর্ত ভরাট করা হয়েছে৷'

এসময় স্বেচ্ছাসেবী কাজে আরও সহযোগিতা করেন, সাবেক মেম্বার সারোয়ার জাহান বাচ্ছু, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিক, জামাতে ইসলামীর ইউনিয়ন সভাপতি মাওলানা আমিনুল হক, সেক্রেটারি আবু বকর সিদ্দিক উজ্জ্বল খা। এছাড়াও উপস্থিত ছিলেন, শামিম খান, হাদিউল ইসলাম, জোনায়েদ সাকিব, শজিব, আব্দুর রহিম, সাহাব উদ্দিন, জাকির হোসেন, শাহিন আহম্মেদ প্রমুখ৷