গুলশান লেক ভরাট কার্যক্রম বন্ধ করলো পরিবেশ অধিদফতর

  • স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

গুলশান লেক ভরাট কার্যক্রম বন্ধ করলো পরিবেশ অধিদফতর

গুলশান লেক ভরাট কার্যক্রম বন্ধ করলো পরিবেশ অধিদফতর

অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে গুলশান লেক ভরাট কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদফতর।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে পরিবেশ অধিদফতরের একটি টিম সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে টিমটি হোল্ডিং নং-৪/এ, এ কে খন্দকার বীর উত্তম সড়কে সরেজমিনে তদন্ত চালায়। সেখানে লেকের কিছু অংশ ভরাটের চিত্র পায় তারা।

পরে ভরাটের উদ্যোগের প্রমাণ পাওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গুলশান লেকের বর্ণিত অংশে জলাশয় ভরাটের সকল কার্যক্রম বন্ধ রাখার নোটিশ দেয় পরিবেশ অধিদফতর। আইন অমান্য হলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

গুলশান লেক একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ECA)। এই লেক ভরাটে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কঠোর বিধি-নিষেধ রয়েছে।

পরিবেশ অধিদফতর পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন অধিদফতরের মহাপরিচালক।