ভোক্তা অধিকারের অভিযান: ১৩০ প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

১৩০ প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

১৩০ প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিশেষ টাস্কফোর্সসহ বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় ১৩০টি প্রতিষ্ঠানকে ৮ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বিজ্ঞাপন

ভোক্তা অধিকারের উপ-পরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পিঁয়াজ, রসুন, আদা ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্সসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদপ্তরের ৬ জন কর্মকর্তার নেতৃত্বে ৬টি টিম কর্তৃক ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় দেশের ৫৩টি জেলায় অধিদফতরের ৫৯টি টিম কর্তৃক পরিচালিত অভিযানে ১৩০টি প্রতিষ্ঠানকে ৮ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা ও উপজেলা প্রশাসনসহ টাস্কফোর্স এর আওতায় সরকারি-বেসরকারি দফতর/সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার রক্ষায় অধিদফতরের এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়।