সুজনের রিমান্ড নামঞ্জুর, আ.লীগ সমর্থকদের পুলিশ-বিএনপির ধাওয়া

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
  • |
  • Font increase
  • Font Decrease

প্রিজন ভ্যানে তোলার সময় ডিম নিক্ষেপ, ছবি: বার্তা২৪.কম

প্রিজন ভ্যানে তোলার সময় ডিম নিক্ষেপ, ছবি: বার্তা২৪.কম

হত্যা মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল ইসলাম সুজনের জামিন ও পুলিশের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১ টায় ঠাকুরগাঁও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হলে বিচারক এস.রমেশ কুমার ডাগা রিমান্ড নামঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এসময় আদালত চত্বরে আওয়ামী লীগের সমর্থকরা সুজনের মুক্তি চেয়ে স্লোগান দিলে তাদের ধাওয়া করে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও সাবেক এমপি সুজনকে পুলিশভ্যানে তোলার সময় বিএনপির সমর্থকরা তার ওপর ডিম নিক্ষেপ করেন।

বিষয়টি নিশ্চিত করে আসামী পক্ষের আইনজীবী সোহরাব হোসেন প্রধান জানান, জিআর ৩৮৮/২৪ মামলায় সাবেক এমপি সুজনের ১০ দিন রিমান্ড আবেদন করেছিল পুলিশ কিন্তু বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করছেন। এছাড়াও তার জামিনও মঞ্জুর করেননি আদালত।