ফরিদপুরে মদপানে আরও এক তরুণীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ফরিদপুরের ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

ফরিদপুরের ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

ফরিদপুরে মদপানে স্বপ্না বাউলি নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু হলো।

রোববার (১৩ অক্টোবর) সাড়ে ৮টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

বিজ্ঞাপন

স্বপ্না বাউলি চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা গ্রামের পঞ্চানন বাওলীর মেয়ে। সে চরঅযোধ্যা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যায় বড় বোন সুস্মিতার সঙ্গে পূজামণ্ডপে ঘুরতে যায় স্বপ্না। রাত সাড়ে ১০টার দিকে তারা বাড়ি ফিরে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে। রোববার বিকেল ৫টার দিকে স্বপ্না অসুস্থ হয়ে পড়লে সে মদপানের কথা স্বীকার করে। দ্রুত তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে সে মারা যায়।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আবিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, প্রাথমিক উপসর্গগুলো দেখে অতিরিক্ত মদপানে স্বপ্নার মৃত্যু হয়েছে মনে করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

চরভদ্রাসন থানার ওসি আব্দুল গাফফার বলেন, অতিরিক্ত মদপানে স্বপ্নার মৃত্যু হয়েছে মর্মে প্রাথমিক তদন্তে জানা গেছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, শনিবার ভোরে মদপানে পূজা ও রত্না নামে দুই বান্ধবীর মৃত্যু হয়। দুজনই রাজেন্দ্র কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন।