বরিশালে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

  ভোট এলো, এলো ভোট
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় বরিশাল জেলায় ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) থেকে বিজিবির সদস্যরা মেট্রোপলিটন এলাকা ও জেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন শুরু করেছে। বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচনী মাঠে স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিম হিসাবে দায়িত্ব পালনের জন্য বরিশাল সিটি ও জেলায় মোট ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা ৯ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

বিজিবির বাইরে আনসারের একটি টিম ও জেলা প্রশাসনের ১৯ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনী মাঠে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন