কুষ্টিয়ায় বাড়ছে করোনা সংক্রমণ

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ায় তীব্র আকারে বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। ভারত সীমান্তবর্তী এ জেলায় গত ২৪ ঘণ্টায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় শনাক্তের হার বেড়ে ৩৩.৩৩ শতাংশ।

শনিবার (২২ জানুয়ারি) সকালে সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, শুক্রবার (২১ জানুয়ারি) ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। গত এক সপ্তাহে ২৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় আরও দুজন মারা যান। তবে গত ২৪ ঘণ্টায় কেউ করোনা থেকে সুস্থ হয়নি।

ইতোমধ্যেই করোনার ওমিক্রন ভেরিয়েন্টের জন্য কুষ্টিয়াকে উচ্চঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গেল ডেলটা ভেরিয়েন্টের সময়ও কুষ্টিয়াতে করোনা সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছিল। কুষ্টিয়ায় জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ২৪১ জন। এর মধ্যে আরোগ্যলাভকৃত রোগীর সংখ্যা ১৮ হাজার ১৪৩ জন।

এ পর্যন্ত কোভিড পরীক্ষা হয়েছে ১ লাখ ২৪ হাজার ৫৯ জনের। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১ লাখ ১৮ হাজার ৯৯৮ জনের। বর্তমানে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩০৯ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৩০০ জন। আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯ জন।এ পর্যন্ত কুষ্টিয়াতে করোনায় আক্রান্ত হয়ে ৭৮৯ জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, করোনার ওমিক্রন ভেরিয়েন্ট এ আক্রান্ত রোগীদের মধ্যে খুব বেশি লক্ষণ দেখা যাচ্ছে না। তাই বেশিরভাগ রোগীই বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বর্তমানে করোনা রোগীদের জন্য ৫০ টি বেড রাখা হয়েছে। নতুন শনাক্ত ৮১ জনের মধ্যে কুষ্টিয়া সদরে ৬৫ জন, কুমারখালী ৬, দৌলতপুরে ১, ভেড়ামারা ৬, মিরপুর ১ ও খোকসা উপজেলায় ২ জন।