‘প্রতিটি শিক্ষার্থীই দেশের সম্পদ’
প্রতিটি শিক্ষার্থী দেশের সম্পদ। কোনো শিক্ষার্থী মেধাহীন নয়। প্রত্যেকেরই কোনো না কোনো বিশেষত্ব রয়েছে। আল্লাহতায়ালা প্রত্যেক মানুষের মধ্যেই কোনো না কোনো মেধা লুকিয়ে রেখেছেন। মানুষের দায়িত্ব হলো- চেষ্টার মাধ্যমে সেই মেধা খুঁজে বের করা। হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, মানুষ হলো খনির ন্যায় (সহিহ বোখারি: ৩৩৮৩), অর্থাৎ খনিতে যেমন সম্পদ লুকিয়ে থাকে; মানুষের মাঝেও তেমন মেধা ও যোগ্যতা লুকিয়ে থাকে। মানুষকে সেই মেধা খুঁজে বের করতে হয়। আমরা বিশ্বাস করি, তারবিয়াতুল উম্মাহ মাদরাসা বিশ্বাস করে; তার প্রতিটা ছাত্রই মেধাবী। শুধুমাত্র প্রচলিত পরীক্ষার ভিত্তিতে মেধার মূল্যায়ন না করে সকল ছাত্রের মেধা বিকাশের চ্যালেঞ্জ নিয়ে তারবিয়াতুল উম্মাহ এগিয়ে যাচ্ছে।
সোমবার (২০ জানুয়ারি) তারবিয়াতুল উম্মাহ মাদরাসার ছাত্র সংসদ লাজনাতুত তারবিয়াহর বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এসব কথা বলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আতাউল্লাহ আমীন, বার্তা২৪.কম এর মুফতি এনায়েতুল্লাহ, আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, ইসলাম প্রচারকরা যেন সমাজের নেতৃত্ব দিতে না পারে সেপথ রুদ্ধ করার সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। এমতাবস্থায় আমরা যদি নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলে সমাজের নেতৃত্বের ভার গ্রহণ না করি তাহলে অযোগ্যরা সমাজকে নষ্ট করে দেবে।
মুফতি এনায়েতুল্লাহ বলেন, মানুষ তার সাধনার সমান বড়। তাই চেষ্টা-প্রচেষ্টা ও সাধনা যে যতো বেশি করবে, সে তত বড় হতে পারবে। ক্লাসে পড়ার পাশাপাশি সহশিক্ষামূলক যে কার্যক্রমগুলো লাজনাতুত তারবিয়াহ আয়োজন করছে তা খুবই সমায়োপযোগী। সকল ছাত্রদের এসব বিষয়ে অংশগ্রহণের কোনো বিকল্প নেই।
মুফতি হুমায়ুন আইয়ুব বলেন, শেষরাতের জায়নামাজে আল্লাহর দরবারে কান্নাকাটির পাশাপাশি পড়াশুনা ও লেখালেখির ময়দানে আমাদের চেষ্টা বাড়াতে হবে। আগামী প্রজন্মকে সমাজের নেতৃত্ব গ্রহণে প্রস্তুতি নিতে হবে।
অনুষ্ঠানে দু’দিনব্যাপী আয়োজিত হিফজুল কোরআন, হিফযুল হাদিস, হামদ-নাত, বিতর্ক, অঙ্কন, কুইজ, সিরাত, ওয়াজসহ মোট পনেরোটি ইভেন্টের প্রতিযোগীদের মাঝে বিজয়ী ৫০ জনকে পুরস্কার প্রদান করা হয়।