মসজিদে নববিতে এক সপ্তাহে ৫৫ লাখ মুসল্লির নামাজ আদায়

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মসজিদে নববি, মদিনা মোনাওয়ারা, ছবি: সংগৃহীত

মসজিদে নববি, মদিনা মোনাওয়ারা, ছবি: সংগৃহীত

মদিনার মসজিদে নববি বিষয়ক জেনারেল অথরিটি জানিয়েছে যে, গত এক সপ্তাহে ৫৫ লাখের বেশি মুসল্লি ও জিয়ারতকারীকে নবীর মসজিদে স্বাগত জানানো হয়েছে।

আরব নিউজের খবরে বলা হয়, গত সপ্তাহে ৫৫ লাখ ৭৩ হাজার ৬২৪ জন মুসল্লি হজরত রাসুলুল্লাহ (সা.)-এর রওজায় সালাম পেশ করেছেন, আর ৩ লাখ ৭৫ হাজার ৯৫১ জন মুসল্লি রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করেছেন।

বিজ্ঞাপন

বিভিন্ন দেশ থেকে আসা ৪৬ হাজার ৫৮৮ জনকে তাদের ভাষায় অনুবাদের সুবিধা প্রদান করা হয়েছে।

পরিসংখ্যানে বলা হয়, জিয়ারতকারীদের মাঝে ১ হাজার ৫২০ টন জমজম সরবরাহ করা হয়েছে।

বিজ্ঞাপন

আর মসজিদে নববি জীবাণুমুক্তকরণ এবং পরিষ্কারের জন্য ২৪ হাজার ২৫৬ লিটার স্যানিটাইজার ব্যবহার করা হয়েছে।

গত এক সপ্তাহে মসজিদের নির্ধারিত স্থানে ১ লাখ ৩৪ হাজার ৯৬২ প্যাকেট ইফতার প্যাকেট বিতরণ করা হয়েছে।

পবিত্র উমরা পালনের আগে বা পরে মুসলমানরা মদিনা ভ্রমণ করেন। মদিনায় নবী কারিম (সা.)-এর রওজা জিয়ারত, রিয়াজুল জান্নাতে নফল নামাজ আদায়ের পাশাপাশি মসজিদে নববিতে নামাজ আদায় করে থাকেন।

মসজিদে নববির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্থান নবী কারিম (সা.)–এর রওজা মোবারক। মদিনা মুনাওয়ারা মুসলমানদের প্রাণের ভূমি। মদিনা হলো নবী কারিম (সা.)-এর শহর, শান্তির নগর।

হজরত রাসুলে কারিম (সা.) বলেন, ‘যে আমার রওজা জিয়ারত করল, তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল।’ -দারুকুতনি : ২৬৯৫

হজরত রাসুলুল্লাহ (সা.) আরও বলেন, ‘যে হজ করল, কিন্তু আমার রওজা জিয়ারত করল না; সে আমার প্রতি জুলুম করল।’ -দারুকুতনি : ২৭২

মসজিদে নববিতে এক রাকাত নামাজের সওয়াব ৫০ হাজার রাকাত নামাজের সমান। -ইবনে মাজাহ : ৭৫২