ইফতার মাহফিলের সংস্কৃতি বন্ধ করা যাবে না: মাওলানা মনসুরুল

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুহাতারাম কেন্দ্রীয় সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী বলেছেন, রোজা মুসলমানদের একটি ফরজ বিধান। কিন্তু আমরা গভীর উৎকন্ঠার সাথে লক্ষ্য করছি- হাজার বছর ধরে চলে আসা আমাদের সভ্যতা সংস্কৃতি ইফতার মাহফিলে হামলা করে এদেশের ইসলাম প্রিয় মানুষের মনে আঘাত দেওয়া হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ইফতার মাহফিলকে নিষিদ্ধ করা হয়েছে। ৯০ শতাংশ মুসলমানের দেশে এটা চলতে পারে না।

রোববার (২৪ মার্চ) পল্টনস্থ হোটেল ওয়েস্টার্নে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর জমিয়তের সভাপতি মুফতী জাকির হোসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুফতী আতাউর রহমান খান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সভাপতি মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন ইসলামী ঐক্য জোটের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার আনসারী, জমিয়তে উলামায়ে ইসলাম এর যুগ্মমহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, বাংলাদেশ কল্যাণ পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম, লায়ন ওমর রাজি প্রমুখ।

বিজ্ঞাপন

আলোচনা সভা ও ইফতার মাহফিলে গাজায় গণহত্যা বন্ধ ও অবরুদ্ধ ফিলিস্তিনসহ দেশ ও মুসলিম উম্মাহর শান্তি - সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া- মোনাজাত পরিচালনা করেন জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা শহীদুল ইসলাম আনসারী।

অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন ইসলামী ঐক্য জুটের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার আনসারী, বাংলাদেশ কল্যাণ পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মো. শফিকুল ইসলাম, লায়ন ওমর রাজি প্রমুখ।