ভারতীয়রা বিনামূল্যে পাবেন অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বে এখন এক আতঙ্কের নাম করোনাভাইরাস। এ ভাইরাসের ভ্যাকসিন নিয়ে গবেষণা করছেন গবেষকেরা। তবে এবার আশার আলো দেখছেন অক্সফোর্ডের বিশেষজ্ঞরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন করোনার বিরুদ্ধে লড়তে সক্ষম ও নিরাপদ বলে জানিয়েছে বিজ্ঞানীরা। ভ্যাকসিনের প্রাথমিক ট্রায়াল শেষে ভ্যাকসিন প্রার্থীদের শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে বলে জানিয়েছে বিজ্ঞানীরা।

ভ্যাকসিনটি প্রাথমিক ট্রায়ালের সাফল্যের পর ভারতের পুনে-ভিত্তিক সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া টিকা উৎপাদনের অনুমোদন পেয়েছে। বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারী এই সংস্থাটি অক্সফোর্ডের ওই প্রকল্পে অন্যতম প্রধান অংশীদার হিসেবে কাজ করছে। তারাই এবার ঘোষণা দিয়েছে ভারত সরকারের জাতীয় টিকাকরণ প্রকল্পে অংশ করা হবে এই ভ্যাকসিনকে ৷ এতে করে ভারতীয়রা বিনামূল্যে পাবেন অক্সফোর্ডের তৈরি করা করোনা ভ্যাকসিন।

বিজ্ঞাপন

জানা গেছে, সরকারি টিকাকরণ প্রকল্পে সেরামের তৈরি হওয়া ভ্যাকসিন কিনে নেবে দেশটির কেন্দ্র সরকার ৷ আর সেখান থেকেই সাধারণ মানুষ বিনামূল্যে পাবেন মরণঘাতী এই রোগের ভ্যাকসিন।

প্রাথমিকভাবে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের দাম হবে ১০০০ টাকার মধ্যে এমনটাই জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে ৷ আসলে অক্সফোর্ডের এই ভ্যাকসিনের স্টেজ থ্রি পরীক্ষা হবে ভারতে প্রায় ৪০০০ মানুষের ওপর ৷

দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে দেখা গেছে এই ভ্যাকসিন কীভাবে কাজ করছে মানবদেহে। পাশাপাশি মানবদেহে এর কোনও খারাপ প্রভাব আছে কিনা সেটাও দেখা হয়েছে ৷ তবে তৃতীয় পর্যায়ের ট্রায়াল আরও গুরুত্বপূ্র্ণ ৷ এই পর্বের নাম অ্যাফেকটিভ ট্রায়াল ৷ এখানে দেখা হবে করোনার বিরুদ্ধে এই ভ্যাকসিন কতটা জোরালো কার্যকরী আর কত সময়ের জন্য কার্যকরী ৷

৫০ কোটি ভ্যাকসিন ফ্রিতে পাবেন ভারতীয়রা এমনটাই জানিয়েছে সেরাম ৷ তবে এই ভ্যাকসিন কার্যকরী হওয়ার পর বাজারে আসতে আরও খানিকটা সময় নেবে ,ফলে আশার আলো থাকলেও আরও কিছুদিন করোনার বিরুদ্ধে সচেতন ভাবে লড়াই করতে হবে সাধারণ মানুষকে ৷