ইন্ডিগো থেকে ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের বেসরকারি বিমান পরিবহন কোম্পানি ইন্ডিগো ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। করোনাভাইরাস মহামারির মধ্যে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইন্ডিগোর সিইও রোনজয় দত্ত।

সোমবার (২০ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য কিছু ত্যাগ করা ছাড়া আমাদের সংস্থার পক্ষে এই অর্থনৈতিক সংকট মোকাবিলা করা অসম্ভব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ইন্ডিগোর ইতিহাসে এই প্রথম আমরা এইরকম বেদনাদায়ক কাজ করছি।

এর আগে এয়ার ইন্ডিয়া কর্মী ছাঁটাইের কথা ঘোষণা না করলেও, বিনা বেতনে ৫ বছরের ছুটির কথা জানিয়েছিল। করোনায় আর্থিক সংকট থেকেই একের পর এক বিমান সংস্থা কঠিন সিদ্ধান্ত নিচ্ছে।