ভারতে গুলিবিদ্ধ হয়ে ৮ ইউপি পুলিশের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতে অপরাধীকে গ্রেফতার করতে গিয়ে বিপরীত পক্ষের আক্রমণে গুলিবিদ্ধ হয়ে ৮ ইউপি পুলিশের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) উত্তর প্রদেশের কানপুরের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

দেশটির পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হওয়া পুলিশ সদস্যদের মধ্যে উপ-পুলিশ সুপারের পদমর্যাদার একজন কর্মকর্তা, তিনজন সাব ইনস্পেক্টর ও চারজন কনস্টেবল ছিলেন।

বিজ্ঞাপন

জানা গেছে মোট তিনটি থানার পুলিশ বিকাশ দুবে নাকে ৬০টি মামলার এক আসামিকে গ্রেফতার করতে ওই গ্রামে অভিযান চালায়। নতুন একটি হত্যা চেষ্টা মামলার অভিযোগে অভিযুক্ত হওয়ায় তার গ্রামে অভিযানের পরিকল্পনা করা হয়েছিল।

কানপুর পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, 'উদ্দেশ্য ছিল তাকে গ্রেফতার করা। অপরাধীরা তিন দিক থেকে গুলি চালিয়ে আক্রমণ করে। যা সম্পূর্ণ পরিকল্পনা মাফিক করা হয়েছিল'।

ইউপি পুলিশের মহাপরিচালক (ডিজিপি) এইচসি আভাস্থি তার দেয়া বিবৃতিতে বলেন, বিকাশ দুবে গ্রামে ঢুকার রাস্তাগুলোতে যে ব্যারিকেডগুলো ছিলো, সেগুলা সরিয়ে দেয় যাতে পুলিশ অনায়াসে ঢুকতে পারে। পুলিশ গ্রামে প্রবেশ করলে সে ও তার সঙ্গীরা ছাদ থেকে নির্বিচারে গুলি চালায়।

এদিকে পুলিশ সদস্যদের মৃত্যুতে এক অফিশিয়াল বিবৃতিতে চিফ মিনিস্টার আদিত্যনাথ যোগী শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এবং তিনি রাজ্যের পুলিশ প্রধানকে এর বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নিয়ে একটি রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।