ভারতে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলমান মহামারিতে ৮০ কোটি মানুষের জন্য বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ প্রকল্পের মেয়াদ নভেম্বরের শেষ পর্যন্ত বর্ধিত করবে ভারত সরকার।

মঙ্গলবার (৩০ জুন) জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

মোদী বলেন, ২৫ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন জারি করায় হাজারো মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। তবে অর্থনৈতিক কর্মকাণ্ড আবার চালু করায় তিনি দেশবাসীকে সামাজিক দূরত্বের বিধি মেনে চলার অনুরোধ করেন।

তিনি জানান, মেয়াদ বৃদ্ধি করায় এই প্রকল্পে আরো ৯০০ বিলিয়ন ভারতীয় রুপি (১১ দশমিক ৯১ বিলিয়ন মার্কিন ডলার) খরচ হবে। এতে প্রকল্পের মোট ব্যয় দাঁড়াবে ১ দশমিক ৫ ট্রিলিয়ন রুপি।