ভারতের বিহারে বজ্রপাতে ৮৩ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: ইন্ডিয়া টুডে

ছবি: ইন্ডিয়া টুডে

ভারতের বিহার রাজ্যের বিভিন্ন জেলায় একদিনে বজ্রপাতে শিশুসহ ৮৩ জন মারা গেছে। বিহার রাজ্য সরকারের দেওয়া তথ্যমতে, বৃহস্পতিবার (২৫ জুন) বজ্রপাতে মোট ৮৩ জনের মৃত্যু হয়েছে।

ঠিক কীভাবে তাদের মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত জানা যায়নি। তবে সংবাদ সংস্থা পিটিআই জানায়, মৃতদের মধ্যে অনেকেই সেসময় জমিতে কাজ করছিলেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় বিহার সরকার জেলা অনুযায়ী, মৃতদের তালিকা প্রকাশ করে। এতে দেখা যায়, সবচেয়ে বেশি মারা গেছে গোপালগঞ্জ জেলায়। সেখানে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং বিহার ও উত্তরপ্রদেশের রাজ্য সরকারকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন।