পাকিস্তানি দূতাবাসের অর্ধেক কর্মী বহিষ্কার করবে ভারত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গুপ্তচরবৃত্তির অভিযোগে নয়াদিল্লীতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের অর্ধেক কর্মীকে বহিষ্কার করবে ভারত। মঙ্গলবার (২৩ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা গুপ্তচরবৃত্তিতে লিপ্ত। এমনকি তাদের সঙ্গে জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে।

বিবৃতিতে আরো বলা হয়, ভারত ইসলামাবাদে নিজেদের দূতাবাস থেকেও সমান সংখ্যক কর্মী ছাঁটাই করবে। নয়াদিল্লীর পাকিস্তানি দূতাবাসের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিজ্ঞাপন

গত ৩১ মে ভারত গুপ্তচরবৃত্তির দায়ে দুজন পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করেছে। তবে ইসলামাবাদের দাবি, এই অভিযোগ ভিত্তিহীন।

পারমাণবিক অস্ত্র সম্পন্ন প্রতিদ্বন্দ্বীদের মাঝে সম্পর্ক বেশ চাপের মুখে এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কার একটি স্বাভাবিক ঘটনা।

দু-দেশের কারোই স্থায়ী রাষ্ট্রদূত নেই এবং গত মাসে দুই দেশই একে অপরের বিরুদ্ধে অবৈধভাবে কূটনীতিকদের আটক ও নির্যাতনের অভিযোগ এনেছে।