ভারতে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২ পাকিস্তানী কূটনীতিক আটক

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আটক তাহির ও আবিদ, ছবি: সংগৃহীত

আটক তাহির ও আবিদ, ছবি: সংগৃহীত

ভারতে গুপ্তচরবৃত্তির অভিযোগে দিল্লির পাকিস্তান হাইকমিশনের দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন আবিদ হোসেন এবং তাহির খান। তারা দিল্লিতে পাক হাইকমিশনের ভিসা বিভাগের কর্মকর্তা বলে জানা গেছে।

বিজ্ঞাপন

দেশটির পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ওই দুই কূটনীতিক ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছিলেন। অসঙ্গত কর্মকাণ্ডের কারণে তাদের অবাঞ্চিত ঘোষণা করেছে ভারত। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, দিল্লি পুলিশের বিশেষ সেল তাদের আটক করেছে। তারা দু’জন পাকিস্তানের আন্তঃবাহিনী গোয়েন্দা সংস্থা বা আইএসআইয়ের হয়ে কাজ করেছিলেন এবং আশেপাশে নকল পরিচয়পত্র ব্যবহার করেছিলেন। খবর: এনডিটিভি।

এ ঘটনায় পাকিস্তানী হাইকমিশনকে কড়া বার্তা পাঠিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। বার্তায় ভারতের জাতীয় নিরাপত্তা বিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়েছে। সেই সঙ্গে যাতে ভবিষ্যতে পাক হাইকমিশনের কোনো কর্মী এ ধরনের বেআইনি কাজকর্ম না করেন, তা নিয়েও সতর্ক করা হয়েছে।