আম্পান: ১ হাজার কোটি টাকার সাহায্য ঘোষণা মোদির

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি/ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি/ছবি: সংগৃহীত

ভারতে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে হওয়া ক্ষয়ক্ষতি মোকাবিলায় এক হাজার কোটি টাকা অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি জানিয়েছেন, মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ মে) সকালে আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যপাল জগদীপ ধনখড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রাজ্যের বিধ্বস্ত জেলাগুলোর পরিস্থিতি আকাশপথে পর্যবেক্ষণ করেন তিনি।

ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে একটি কেন্দ্রীয় পর্যবেক্ষক দলও রাজ্যে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবার (২০ মে) চার ঘণ্টারও বেশি সময় ধরে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায় সুপার সাইক্লোন আম্পান। এখন পর্যন্ত মোট ৭২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।