মুম্বাইয়ে পেট্রোলিয়াম প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২১

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

 

মুম্বাইয়ের চেম্বুরের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি পেট্রোলিয়াম প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। প্ল্যান্টটিতে ভয়াবহ বিস্ফোরণের পর সেখানে আগুন লেগে যায়। সেই সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। বিস্ফোরণে কমপক্ষে ২১ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কা জনক। খবর এনডিটিভির।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দমকল বিভাগের এক কর্মী জানান, স্থানীয় সময় বুধবার বিকেল তিনটায় সেখানে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দু’তিন কিলোমিটার দূর থেকে এর শব্দ শোনা গেছে। বিস্ফোরণের ফলে বেশ কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায়। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৭টি ইঞ্জিন।

ভারত পেট্রোলিয়ামের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগুন এখনো থাকলেও সেটি নিয়ন্ত্রণে আছে। দুর্ঘটনার কারণ এখনো অনিশ্চিত।