মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জরিমানা মওকুফ করল আরব আমিরাত

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের ফলে মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জরিমানা মওকুফ করার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

রোববার (৫ মার্চ) দেশটির মন্ত্রীসভায় এ সম্পর্কিত একটি বিল পাস হয়। আরব আমিরাতের সরকারি বরাতে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ।

বিজ্ঞাপন

গালফ নিউজ তাদের প্রতিবেদনে জানায়, মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জরিমানা চলতি বছরের শেষ পর্যন্ত মওকুফ করা হবে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ও মিটারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০৫ জন এবং মারা গেছেন ১০ জন। এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৫ জন।

বিজ্ঞাপন