করোনায় সর্বদলীয় বৈঠকের ডাক নরেন্দ্র মোদির

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার (৮ এপ্রিল) সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা পরিস্থিতি নিয়ে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেও মোদি এখনো বিরোধী দলের কোনো নেতার সঙ্গে বৈঠক করেননি। আর তা নিয়ে বিভিন্ন মহলে বারবার প্রশ্ন উঠছে। এ কারণেই তিনি আগামী ৮ এপ্রিল বৈঠকের ডাক দিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে করোনার বিষয়ে কেন্দ্র সরকারের কী করা উচিত, তা নিয়ে মত প্রকাশ করেছেন কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, পি চিদম্বরমসহ অনেকে। অনেকে আবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেও পরামর্শ দিয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) সংসদীয় বিষয়কমন্ত্রী প্রহ্লাদ জোশী এক চিঠির মাধ্যমে জানিয়েছেন যে ৮ এপ্রিল বেলা ১১টায় সর্বদলীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে দলগুলোর পাঁচজনের বেশি সাংসদ আছে সংসদের দুই কক্ষে শুধুমাত্র সেই দলের সংসদীয় নেতাদের বৈঠকে ডাকা হয়েছে। সামাজিক দূরত্ব মেনে বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন