মার্কিন ঘাঁটিতে হামলার পর অস্থির তেলের বাজার

  ইরান-আমেরিকা দ্বন্দ্ব
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আবার বাড়লো তেলের দাম , ছবি: বিবিসি

আবার বাড়লো তেলের দাম , ছবি: বিবিসি

ইরাকে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি প্লেন ঘাঁটিতে ইরানের হামলা করার কয়েক মুহূর্ত বাদেই অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ ব্যাহত হতে পারে এমন উদ্বেগ নিয়ে এশিয় বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে প্রতি ব্যারেলে ৪ দশমিক ৫ শতাংশ করে। দাম বৃদ্ধি পেয়ে বর্তমানে এশিয়ার বাজারে প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়িয়েছে ৬৫.৬৫ মার্কিন ডলার। এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) অপরিশোধিত তেলের দাম ছিলো প্রতি ব্যারেল ৬২ দশমিক ৭০ ডলার।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

হামলা হওয়ার পর পরই সোনার দামও বৃদ্ধি পেয়েছে। সোনার দাম আউন্স প্রতি বেড়েছে ১ দশমিক ৯১ শতাংশ। এছাড়া জাপানি মুদ্রা ইয়েনেরও দাম বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

এদিকে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার উদ্বেগ নিয়ে বিশ্বব্যাপী শেয়ার বাজারেও দরপতন অব্যাহত রয়েছে। জাপানের শেয়ারবাজার নিক্কেই'র দরপতন হয়েছে ২ দশমিক ৫ শতাংশ।

আরও পড়ুন: সোলাইমানি হত্যায় তেলের বাজারে ধাক্কা