সোলাইমানি হত্যায় তেলের বাজারে ধাক্কা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

খনি থেকে তেল উত্তোলনের ছবি, ছবি: সিএনএন

খনি থেকে তেল উত্তোলনের ছবি, ছবি: সিএনএন

ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ও কুদস বাহিনীর প্রধান কাসিম সোলাইমানি হত্যাকাণ্ডের পর অস্থির হয়েছে তেলের বাজার। তার মৃত্যুর খবরের পর থেকে বিশ্বব্যাপী তেলের দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ।

আরও পড়ুন: 'সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়া হবে'

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জানুয়ারি) ব্যারেল প্রতি তিন মার্কিন ডলার করে দাম বৃদ্ধি পেয়ে তেলের দাম ৬৯.১৬ ডলারে দাঁড়িয়েছে। যা ২০১৯ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। ওই সময় সৌদি তেল শোধনাগারে হামলার পর তেলের দাম বৃদ্ধি পায় ১৪ শতাংশ।

এদিকে মার্কিন হামলায় সোলাইমানির মৃত্যুর পর অস্থিরতা এসেছে শেয়ারবাজারেও। এছাড়া স্বর্ণের দামও বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৩ শতাংশ। শুক্রবার প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১৫৪৭.৮৯ ডলারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ইরাক ত্যাগের নির্দেশ মার্কিন নাগরিকদের

প্রসঙ্গত, শুক্রবারের ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছে কুদস বাহিনীর প্রধান কাসিম সোলাইমানি। এ সময় নিহত হয় আরও সাতজন। এই হামলার দায় স্বীকার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার পর সকল মার্কিন নাগরিককে ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। আর এই ঘটনায় মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা বাড়বে বলে ধারণা করছে বিশ্লেষকরা।

আর সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

আরও পড়ুন: ট্রাম্পের নির্দেশেই কাসিমকে হত্যা