পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্প বৈঠকের সময়সূচি উল্লেখ করেননি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ট্রাম্প বলেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন বৈঠক করতে চান। তিনি তা প্রকাশ্যে বলেছেন এবং আমাদের অবশ্যই এই যুদ্ধ শেষ করতে হবে।’

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘তিনি (পুতিন) বৈঠক করতে চান এবং আমরা সেটির আয়োজন করছি।’ শুক্রবার (১০ জানুয়ারি) সংবাদসংস্থা বিবিসের প্রচারিত এক খবরে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠকের অনুরোধ করেনি। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে, ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পরপরই তিনি ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটানোর জন্য আলোচনা করবেন। তিনি কিয়েভকে মার্কিন সামরিক ও আর্থিক সহায়তার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন।

ট্রাম্প তার দ্বিতীয় প্রশাসনের জন্য কিথ কেলগকে ইউক্রেন ও রাশিয়ার বিশেষ দূত হিসেবে মনোনীত করেছেন। কেলগ হলেন একজন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং মার্কিন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল।

বিজ্ঞাপন

কেলগ একটি গবেষণাপত্রে ইউক্রেন যুদ্ধের সমাপ্তির জন্য মার্কিন নীতি কী হতে পারে তা তুলে ধরেছেন। গবেষণাটি গত বছর এপ্রিল মাসে ট্রাম্পপন্থী ‘থিংক ট্যাংক আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট’ প্রকাশ করেছিল। তিনি প্রস্তাব করেন যে, ইউক্রেনকে মার্কিন সহায়তা পেতে হলে অবশ্যই মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে হবে। তবে যদি মস্কো আলোচনায় অস্বীকৃতি জানায়, তাহলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা চালিয়ে যাবে।

নভেম্বর মাসে ট্রাম্পের নির্বাচনি জয় লাভের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ট্রাম্প প্রেসিডেন্ট হলে যুদ্ধ অন্যথায় যত দেরিতে শেষ হতো, তার চেয়ে আগে শেষ হবে।’ জেলেনস্কি জানান, ট্রাম্পের সাথে ফোনে তার গঠনমূলক আলোচনা হয়েছে, তবে ট্রাম্প রাশিয়ার সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে কোনো শর্ত দিয়েছিলেন কিনা তা উল্লেখ করেননি।