কটূক্তিকারীকে গ্রেফতারের নিন্দা জানালেন মালয়েশিয়ান রানী

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মালয়েশিয়ার রাজা আল-সুলতান আবদুল্লাহ  এবং রানী রাজা পারমাইসুরি আগং

মালয়েশিয়ার রাজা আল-সুলতান আবদুল্লাহ এবং রানী রাজা পারমাইসুরি আগং

সামাজিক যোগাযোগ মাধ্যম-টুইটারে মালয়েশিয়ার রানী রাজা পারমাইসুরি আগং-কে নিয়ে কটুক্তি করায়, সেই কটূক্তিকারীকে গ্রেফতার করছে দেশটির পুলিশ।

কিন্তু, এই গ্রেফতারে খোদ নিন্দা জানিয়েছেন রানী। টুইটারে এক বিবৃতে তিনি বলেন, ‘আমি বা আমার পরিবারের কেউ পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি। মালয়েশিয়া একটা স্বাধীন রাষ্ট্র। এখানে মানুষ মন খুলে তার কথা বলতে পারেন।

বিজ্ঞাপন

কটূক্তি করার কারণে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) খালিদ ইসমত নামে একজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তিনি মালয়েশিয়ার সমাজতান্ত্রিক পার্টির একজন সদস্য। শনিবার(১৪ সেপ্টেম্বর) সকালে তিনি জামিনে মুক্তি পান।

মূলত ৩১ অগাস্ট মালয়েশিয়ার স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে অনেক ছবি তোলেন রানী রাজা পারমাইসুরি আগং। এর পরিপেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এ নিয়ে হাসাহাসি ও বিরূপ প্রতিক্রিয়া দেখায়।

আর পরিবারিক কারণ দেখিয়ে গত-বুধবার তিনি তার টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দেন। কিন্তু গ্রেফতারের পর তিনি তার অ্যাকাউন্টটি চালু করে এর নিন্দা জানান। তিনি মালয়েশিয়ার বর্তমান রাষ্ট্রপ্রধান ও রাজা আল-সুলতান আবদুল্লাহর সহধর্মিনী।