যাত্রীর পরচুলা আটকে যাওয়ায় ট্রেন বিলম্ব

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লন্ডন উত্তর-পশ্চিম রেলওয়ে সার্ভিসের একটি ট্রেন/ ছবি: সংগৃহীত

লন্ডন উত্তর-পশ্চিম রেলওয়ে সার্ভিসের একটি ট্রেন/ ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে লন্ডন অভিমুখী একটি কমিউটার ট্রেনে উঠার সময় দরজায় এক নারী যাত্রীর পরচুলা আটকে যাওয়ায় ট্রেনটি ছাড়তে কয়েক মিনিট দেরি হয়।

বুধবার সকালে লন্ডন উত্তর-পশ্চিম রেলওয়ে সার্ভিসের ব্লেচলি-লন্ডন রুটে চলাচলকারী ট্রেনটি হ্যারো এন্ড উইল্ডস্টোন স্টেশনে কয়েক মিনিট বিলম্ব করে।

বিজ্ঞাপন

বিলম্বের কারণ হিসেবে ট্রেনের একজন কর্মী মাইকে ঘোষণা দেন যে, এক যাত্রীর পরচুলা ট্রেনটির দরজায় আটকে যাওয়ায় স্টেশন ছেড়ে যেতে কয়েক মিনিট দেরি হচ্ছে। পরচুলাটি ট্রেনের দরজা থেকে সরিয়ে যাত্রীর কাছে পৌঁছে দেওয়ার পরই ট্রেনটি ছেড়ে যায়।

লন্ডন উত্তর-পশ্চিম রেলওয়ে সার্ভিসের একজন মুখপাত্র বলেন, ‘আমাদের ৬টা ৩৪ মিনিটের ট্রেনটি হ্যারো এন্ড উইল্ডস্টোন স্টেশনে প্রায় দুই মিনিট দেরি হয়। কারণ ট্রেন ছাড়ার আগ মুহূর্তে দেখা যায়, দরজায় একজন নারী যাত্রীর পরচুলা আটকে রয়েছে।’

ঐ মুখপাত্র আরও বলেন, ‘আমাদের কাছে যাত্রীদের নিরাপত্তা সব সময় আগে। দরজা খুলে ঐ যাত্রীর পরচুলা তার কাছে ফিরিয়ে দেওয়ার সময় তাকে কিছু পরামর্শমূলক বার্তাও দেওয়া হয়।’