যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র বিদায়
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ডোনাল্ড লু’র বিদায় নিয়েছেন ডোনাল্ড লু।
রোববার (২৬ জানুয়ারি) ডোনাল্ড লুর চাকরির মেয়াদ শেষ হয়েছে বলে বিদায় নিয়েছেন বলে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার তিনদিন আগে গত ১৭ জানুয়ারি ডোনাল্ড লুর চাকরির মেয়াদ শেষ হয়। মার্কিন পররাষ্ট্র দফতরের এক ঘোষণায় বলা হয়, ডোনাল্ড লু তার পদের মেয়াদ শেষ করেছেন এবং তাকে বরখাস্ত করা হয়নি।
সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপালনের সময় ২০২১ সাল থেকে ২০২৪ সালের মধ্যে শীর্ষ এই মার্কিন কূটনীতিক দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনীতি বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানে বেশ আলোচিত নাম হয়ে ওঠেন।
২০২২ সালের এপ্রিলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতাচ্যুত হন। সেই সময় তার ক্ষমতাচ্যুতির নেপথ্যে ডোনাল্ড লুর হাত ছিল বলে অভিযোগ ওঠে।
২০২১ সালের ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে ডোনাল্ড লু পাকিস্তানের সাথে মার্কিন সম্পর্ক তত্ত্বাবধানকারী ব্যুরোর নেতৃত্বে ছিলেন।
এছাড়া তৎকালীন পিটিআই সরকারকে ক্ষমতা থেকে সরানোর পেছনে মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেন খোদ ইমরান খান।
সেই ঘটনার পর ২০২৩ সালের জানুয়ারিতে ঢাকা সফরে আসেন ডোনাল্ড লু। এরপর ২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ইস্যুতে নতুন ভিসানীতি প্রকাশসহ নানা কারণে আলোচনায় ছিলেন মার্কিন এ কূটনীতিক।