ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, ৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রায় ছয় কোটি মানুষ। ইতিমধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাতটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। পাশাপাশি ব্যাহত হচ্ছে উড়োজাহাজ চলাচলও। 

সোমবার (৬ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, কেনটাকি, ভার্জিনিয়া, কানসাস, আরকানসাস এবং মিসৌরিসহ ৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তুষারপাত ও তীব্র ঝোড়ো হাওয়ায় বন্ধ হয়ে আছে বহু রাস্তাঘাট। বিপর্যস্ত জনজীবন। জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, ঝড়টি মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝামাঝি এবং পূর্ব উপকূল জুড়ে আছড়ে পড়তে পারে। খারাপ আবহাওয়ার কারণে আমেরিকান এয়ারলাইন্স ৪৬টি বিমানবন্দরের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। ২ হাজারেরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং আরও কমপক্ষে দেড় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বহির্গামী ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দর। সেখানে ৮৬ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, উত্তর-পূর্ব কানসাস থেকে উত্তর-মধ্য মিসৌরি পর্যন্ত অঞ্চলগুলো গত 'এক দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাতের' মুখোমুখি হতে পারে।

এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। মার্কিন আবহাওয়া বিভাগ জানিয়েছে, আর্কটিক থেকে প্রবাহিত বাতাসের কারণে তৈরি হয়েছে এমন পরিস্থিতি।

উল্লেখ্য, সোমবার পর্যন্ত থাকতে পারে আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকতে পারে বলেও জানিয়ে কর্তৃপক্ষ।