আজই পদত্যাগের ঘোষণা দেবেন জাস্টিন ট্রুডো

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কানাডার ক্ষমতাসীন দল লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকে জাস্টিন ট্রুডো আজই পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে সিবিসি নিউজ।

সোমবার (৬ জানুয়ারি) সিবিসি এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায়।   

বিজ্ঞাপন

সিবিসি জানায়, নাম প্রকাশ না করার শর্তে বেশ কিছু সূত্র জানিয়েছে, ট্রুডো লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকে আজ সকালে (স্থানীয় সময়) পদত্যাগের ঘোষণা দিবেন। তবে তার উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

সূত্র আরও জানায়, এর জন্য ট্রুডো গভর্নর জেনারেল মেরি সাইমনকে আগামী ২৪ মার্চ পর্যন্ত সংসদ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। 

বিজ্ঞাপন

এদিকে তিনি তার বাসভবন রিডো কটেজ থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে কানাডিয়ানদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ট্রুডোর সম্ভাব্য এই পদত্যাগের ফলে দেশটির ক্ষমতাসীন এই দলটিকে এমন এক সময়ে স্থায়ী প্রধান ছাড়াই রাজনৈতিক ময়দানে ছেড়ে দেবে যখন জরিপগুলোতেও দেখা যাচ্ছে যে- চলতি বছরের অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত হতে হওয়া নির্বাচনে লিবারেলরা রক্ষণশীলদের কাছে খারাপভাবে হেরে যাবে।

অবশ্য ট্রুডোর পদত্যাগের ফলে নতুন সরকার গঠনের জন্য দ্রুত নির্বাচনের আহ্বান জানানোরও সম্ভাবনা রয়েছে।

এদিকে ট্রুডোর এ পদত্যাগের পেছনে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমনাত্মক অর্থনৈতিক নীতিকে দায়ী করছেন বিশ্লেষকরা। কারণ গত মাসের শেষের দিকে ট্রাম্প কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিল। মূলত ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর থেকেই কানাডার রাজনীতিতে অস্থিরতা দেখা দেয়।