মালয়েশিয়ার হাসপাতালে ভর্তি নরওয়ের রাজা হ্যারাল্ড

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ছুটিতে থাকাকালীন তার স্বাস্থ্যের অবনতি ঘটায় নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ডকে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

৮৭ বছর বয়সি হ্যারাল্ড সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তার সংক্রমণের উন্নতি হচ্ছে।

বিজ্ঞাপন

নরওয়ের রয়্যাল হাউস বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, রাজা ল্যাংকাউই দ্বীপের এক হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি কখন দেশে ফিরবেন তা এখনও জানা যায়নি।

রাজার ব্যক্তিগত চিকিৎসকও ল্যাংকাউইতে আছেন। রাজার সংক্রমণের উন্নতি হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।

রাজার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, তিনি উন্নত চিকিৎসা পাচ্ছেন এবং হাসপাতালে তাকে রাজকীয় মর্যাদায় যত্ন নেওয়া হচ্ছে।

এএফপির সাংবাদিকের জানিয়েছে, লাংকাউইয়ের সুলতানাহ মালিহা হাসপাতালের বাইরের কম্পাউন্ডে গাড়ি ও মোটরবাইকগুলো প্রবেশ করে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন প্রহরী মিডিয়াকে হাসপাতালটি থেকে দূরে সরিয়ে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে, রাজা হাসপাতালের রাজকীয় স্যুটে অবস্থান করছেন।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও কুয়ালালামপুরে নরওয়ের দূতাবাস এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।