‘বিলম্বিত সাহায্যের অর্থ ইউক্রেন অঞ্চল হারাবে’
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ রবিবার (২৫ ফেব্রুয়ারি) বলেছেন, ‘কিয়েভে পশ্চিমা সামরিক সহায়তার অর্ধেক দেরিতে পৌঁছেছে।’
গোলাবারুদের অভাবের সঙ্গে লড়াই করা ইউক্রেন কয়েক মাস ধরে বলেছে, পশ্চিমা সহায়তা তার কাছে পৌঁছাচ্ছে ধীর গতিতে এবং এ কারণে দেশটি রাশিয়ার বিরুদ্ধে তার দুই বছরের লড়াইয়ের বাস্তব পরিণতি ভোগ করছে।
উমেরভ তার প্রতিবেশীর প্রতি রাশিয়ার আক্রমণের দ্বিতীয় বার্ষিকীতে উত্সর্গীকৃত একটি ফোরামে বলেন, ‘এই মুহুর্তে কঠিন সময় পার করছে ইউক্রেন বাহিনী। প্রতিশ্রুতির পঞ্চাশ শতাংশ অস্ত্র সময়মতো প্রদান করা হয় না।’
উমেরভ যুক্তি দিয়েছিলেন যে, অস্ত্র সরবরাহের দীর গতি ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের সমীকরণকে আরও অসুবিধায় ফেলেছে।
উমেরভ বলেন, ‘বিলম্বিত সাহায্যের অর্থ ইউক্রেন মানুষ হারাবে, অঞ্চল হারাবে।’
তিনি আরও বলেন, ‘আমরা সম্ভাব্য এবং অসম্ভব সবকিছুই করি। কিন্তু, সময়মতো অস্ত্র সরবরাহ করা না হলে আমারা ক্ষতিগ্রস্ত হই।’
প্রসঙ্গত, সাম্প্রতিক সপ্তাহগুলোতে গোলাবারুদের ঘাটতির কারণে দুর্বল হয়ে পড়েছে কিয়েভ বাহিনী এবং মার্কিন কংগ্রেসে রাজনৈতিক কোন্দলের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সহায়তা অবরুদ্ধ রয়েছে।