রাশিয়া-ইউক্রেন সফরের পরিকল্পনা করছেন আইএইএ প্রধান

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি সাংবাদিকদের বলেছেন, তিনি আগামী ১০ দিনের মধ্যে ইউক্রেনের কিয়েভ এবং রাশিয়া সফরের পরিকল্পনা করছেন।

সফরকালে তার জাপোরোঝিয়ে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

বিজ্ঞাপন

জাপোরোঝিয়ে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের (জেডএনপিপি) পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশগ্রহণের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি পুনরায় জাপোরোজিয়ে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের জন্য প্রস্তুত। আগামী ১০ দিনের মধ্যে সেখানে যাবো। এই সময়ের মধ্যে আমি কিয়েভ ও রাশিয়াও সফর করবো।’

গ্রোসি বলেন, আসন্ন সফরকালে তার রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে।

পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘রাজনৈতিক ও প্রযুক্তিগত সংলাপে’ অংশগ্রহণের জন্য মস্কো সফরের পরিকল্পনা করছেন তিনি।

এনারগোডারে অবস্থিত প্রায় ৬ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন জাপোরোঝিয়ে পারমাণবিক স্থাপনাটি ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র।

রাশিয়া ইউক্রেনে চালানো তাদের বিশেষ সামরিক অভিযানের প্রথমদিকে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি ওই কেন্দ্রের নিয়ন্ত্রণ নেয়।

তারপর থেকে ইউক্রেনের সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ধারাবাহিকভাবে এনারগোডারের পার্শ্ববর্তী আবাসিক এলাকার পাশাপাশি পরমাণু কেন্দ্র চত্বরেও ড্রোন, ভারী কামানের গোলা এবং রকেট হামলা চালায়।