মধ্যরাতে ইরানের তেল শোধনাগারে আগুন, নিহত ১

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মধ্যরাতে ইরানের তেল শোধনাগারে আগুন

মধ্যরাতে ইরানের তেল শোধনাগারে আগুন

মঙ্গলবার মধ্যরাতে ইরানের একটি তেল শোধনাগারে আগুন লেগে অন্তত একজন নিহত ও আরো কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১৬ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, মঙ্গলবার মধ্যরাতে ইরানের খুজেস্তান প্রদেশের পার্স পেট্রো শুশটার নামে ছোট একটি তেল শোধনাগারে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। তবে কর্মীরা সতর্কবস্থায় রয়েছেন।

এ বিষয়ে স্থানীয় এক কর্মকর্তা বলেন, গ্যাসোলিন ট্যাংকের মধ্যে সংঘর্ষের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। এ বিষয়ে আরো তদন্ত কাজ চলছে।

তিনি বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। কতজন আহত হয়েছেন, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।