রুশ-নিয়ন্ত্রিত ইউক্রেনের শহরে বোমা হামলায় নিহত ২৫

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রুশ-নিয়ন্ত্রিত শহর দোনেৎস্কে বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছেন অন্তত ২০ জন। একটি ব্যস্ত বাজারে এই হামলা করা হয়েছে এবং হতাহতের পরিমান আরও বাড়তে পারে। খবর বিবিসির।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে "বর্বর সন্ত্রাসী হামলার" নিন্দা করেছে। এ ঘটনায় ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

মস্কো-সমর্থিত আঞ্চলিক নেতা দেনিস পুশিলিন হামলার তথ্য নিশ্চিত করেছে বলেছেন, "ভয়াবহ" হামলাটি করা হয়েছিল যখন বাজারটি সবচেয়ে ব্যস্ত ছিল।

বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত ছবিতে ক্ষতিগ্রস্ত ভবনের সামনের বিভিন্ন অংশ ও সড়কে অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

তাতিয়ানা নামে এক বাসিন্দা স্থানীয় মিডিয়াকে বলেছেন যে তিনি মাথার ওপর দিয়ে গোলা আসতে দেখে প্রাণ বাঁচাতে বাজারের একটি দোকানে লুকিয়ে পড়েন। ওই নারী আরও বলেন, ‘আমি ধোঁয়া উড়তে দেখলাম। দেখি, মানুষ চিৎকার করছে।’

দোনেৎস্ক শহর এবং পূর্ব ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চলের কিছু অংশ প্রথম ২০১৪ সালে রাশিয়ান-সমর্থিত বাহিনী দ্বারা দখল করা হয়েছিল এবং তখন থেকেই এলাকাটি আংশিকভাবে মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে।