বিধ্বস্ত উড়োজাহাজটি ভারতের নয়, রাশিয়ার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে বিধ্বস্ত উড়োজাহাজটি ভারতীয় নয় বলে জানিয়েছে ভারতীয় সিভিল এভিয়েশন মন্ত্রণালয়।

অন্যদিকে, রাশিয়ার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দিনগত রাতে রাশিয়ার নিবন্ধিত একটি উড়োজাহাজ আফগানিস্তানে নিখোঁজ হয়ে যায়। পরে আফগানিস্তানের পুলিশ সেটি বিধ্বস্ত হওয়ার খবর জানায়।

বিজ্ঞাপন

রোববার (২১ জানুয়ারি, ২০২৪) মাইক্রোব্লগ সাইট এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় ভারতীয় সিভিল এভিয়েশন মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি ভারতীয় নয়। এটি ভারতগামী কিংবা নন-শিডিউলড চার্টার এয়ারক্রাফটও নয়। খবর এনডিটিভি’র।

অন্যদিকে, রাশিয়ার এভিয়েশন কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, রাশিয়ার নিবন্ধিত একটি উড়োজাহাজ ছয়জন যাত্রী নিয়ে শনিবার দিনগত রাতে আফগানিস্তানে নিখোঁজ হয়ে যায়। পরে রোববার আফগানিস্তানের পুলিশ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে।