জাতিসংঘের শান্তিরক্ষী আহতের ঘটনায় ইসরায়েলকে নিন্দা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লেবাননে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ৫ সদস্য আহত হওয়ার ঘটনায় ইসরায়েলকে নিন্দা জানিয়েছে জাতিসংঘে নিয়োজিত শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত ৪০ জাতি সদস্যের জোট ইউনাইটেড ন্যাশনস ইন্টেরিম ফোর্স ইস লেবানন (ইউএনআইএফআইএল)

রোববার (১৩ অক্টোবর) ফরাসি বার্তাসংস্থা এএফপি’র বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, দক্ষিণ লেবাননে দায়িত্ব পালনের সময় ইসরায়েলের হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ৫ সদস্য আহত হয়েছেন। ইউএনআইএফআইএল এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। সেইসঙ্গে শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের নিরাপত্তা বজায় রাখতে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়।

এক বিবৃতিতে ইউএনআইএফআইএল-এর সদস্য দেশ পোল্যান্ডের ইউএন মিশন মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় এ নিন্দার বিষয়টি জানায়।

এ বিবৃতিতে সই করেছে ইন্দোনেশিয়া, ইতালি এবং ভারত, ঘানা, নেপাল, স্পেন, ফ্রান্স, চীনসহ অন্যান্য দেশ।

বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহ সদস্যদের ওপর হামলা চালানোর সময় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর অবস্থানের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বাহিনীর ৫ সদস্য আহত হয়েছেন। ইউএনআইএফআইএল এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, ইউএনআইএফআইএল-এর উদ্দেশ্য হচ্ছে, দক্ষিণ লেবানন ও মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখা। আমরা সবপক্ষের প্রতি আহ্বান জানাতে চাই যেন, শান্তিরক্ষী বাহিনীর উপস্থিতিকে সম্মান জানানো হয় এবং সেইসঙ্গে তাদের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানানো হচ্ছে।