শেখ হাসিনাকে মমতা ব্যানার্জীর অভিনন্দন

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার (৭ জানুয়ারি) দিনভর ২৯৯ আসনে ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকের বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চিত্র উঠে আসে।

আওয়ামী লীগের এই ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

বিজ্ঞাপন

সোমবার (৮ জানুয়ারি) গঙ্গাসাগর মেলায় কপিলমুনির আশ্রম পরিদর্শনে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, আমাদের অভিনন্দন থাকবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের প্রতি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।

মেলা পরিদর্শনে গিয়ে মমতা ব্যানার্জী বলেন, এই মেলা হলো বিশ্বের সেরা মেলা। তপশিলি জাতি ও তপশিলি উপজাতি শিক্ষার্থীদের জন্য যুগান্তরকারী পদক্ষেপ নিয়েছে সরকার। বিভিন্ন ধরনের সরকারি চাকরির পরীক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা আজ থেকে করা হলো। এর নাম দেওয়া হলো যুবশ্রী।