মমতার জন্মদিনে ‘দিদি’ সম্বোধন করে মোদির শুভেচ্ছা বার্তা

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ ৫ জানুয়ারি। এই বিশেষ দিনে মমতার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সকল রাজনৈতিক মতানৈক্য পেছনে ফেলে সোশাল মিডিয়ায় ‘দিদি’ সম্বোধন করে মমতার উদ্দেশে শুক্রবার জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিয়েছেন মোদি।

বিজ্ঞাপন

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‌পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। প্রার্থনা করি সুস্থ ও দীর্ঘ জীবনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কোটি কোটি বাঙালি আজ তাকিয়ে আছেন। তাকিয়ে আছেন লক্ষ লক্ষ যুবক। তাদের অনেক আশা। বীরভূমের সাধারণ কুসুম্বা গ্রামের মেয়ে গায়ত্রীদেবীর কন্যা আজ বাংলার মানুষের ভরসার জায়গা। জনগণই তাকে দিদি’ নামটি দিয়েছেন। বাংলার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটাই বড় প্রাপ্তি।’

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এক্স হ্যান্ডলে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও।

তিনি লিখেছেন, তৃণমূল নেত্রীর আসল জন্মদিন দুর্গাষ্টমীতে। তার মা সেই দিনটাই মানতেন। তবু প্রতি বছর ৫ জানুয়ারির দিনটি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন হিসেবে পালিত হয়।