গাজার মতোই পরিণতি হতে পারে কাশ্মীরের : ফারুক আবদুল্লাহ

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফারুক আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

ফারুক আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

ভারত অধিকৃত কাশ্মীরে শান্তি ফেরানোর জন্য নয়াদিল্লি-ইসলামাবাদ আলোচনায় বাধা কোথায়? সোমবার এই প্রশ্ন তুলেছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ।

ইন্ডিয়া জানিয়েছে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে, গাজার মতোই পরিণতি হতে পারে কাশ্মীরের।’

বিজ্ঞাপন

সাড়ে চার বছর আগে ৩৭০ ধারা বিলোপের পর সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর গোলাবর্ষণ এবং উপত্যকার ভেতরে জঙ্গি হামলা একযোগে সংঘটিত হচ্ছে।

ভারতের নরেন্দ্র মোদি সরকারের ২০১৯ সালের ৫ আগস্টের পদক্ষেপে সুপ্রিম কোর্ট সায় দেওয়ার পরে পুঞ্চে হয়েছে সেনাবাহিনীর গাড়িতে হামলা।

এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে আলোচনায় জন্য তার মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন ফারুক নিজেই। তার মোকাবিলায় আগাম হাতিয়ার করেছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী এবং প্রধানমন্ত্রী মোদির দুটি মন্তব্যকে।

জম্মু ও কাশ্মীরের সাবেক এই মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী বলেছিলেন, বন্ধু বদলানো যায় কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখলে দুই পক্ষেরই উন্নতি হয়।’

এর পরেই তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী মোদিজির তো বলেছেন, এটি যুদ্ধের যুগ নয়।’

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সাইড টেবিল বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধে ইতি টানার পরামর্শ দিয়ে মোদি বলেছিলেন, ‘এই সময়টা যুদ্ধের নয়।’