রামমন্দির উদ্বোধন ঘিরে পাঞ্জাব কংগ্রেসের নতুন কৌশল

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রামমন্দির। ছবি : সংগৃহীত

রামমন্দির। ছবি : সংগৃহীত

ভারতে রামমন্দির উদ্বোধনের দিনে ট্রেনে কিংবা বাসে করে অযোধ্যায় লোক নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস।

প্রদেশ সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং বলেছেন, ‘প্রভু রাম সকলের। তিনি বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পত্তি নন। গুরু গ্রন্থ সাহিবে অনেক বার রামের নাম আছে। কেউ শিখ হোন বা না হোন, তিনি রামকে ভক্তি করেন।’

বিজ্ঞাপন

এনডিটিভি জানিয়েছে, আগামী ২২ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওই রামমন্দির উদ্বোধন করার কথা।

পাঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি নেতা চেতন চৌহান জানান, মন্দিরের উদ্বোধনে হাজির থেকে তারা দেশকে অখণ্ডতার বার্তা দিতে চান। বিজেপি আমন্ত্রণ না জানানোয় অযোধ্যা যাওয়ার ব্যবস্থা তারা নিজেরাই করে নেবেন।

ওয়ারিং বলেন, ‘বহু মানুষ উদ্বোধনে হাজির থাকতে চান। বিজেপি বলতে পারে যে, শুধু তাদের দলীয় লোতই ওখানে যেতে পারবেন, কংগ্রেস পারবে না। প্রধানমন্ত্রী মানুষের জন্য অযোধ্যার ট্রেন দিলে ভালো। না হলে আমরাই বাসের ব্যবস্থা করবো।’

লোকসভা ভোটের আগে ওই ঘোষণাকে বিজেপির হিন্দুত্ব তথা রামমন্দিরের রাজনীতিতে কংগ্রেসের ভাগ বসানোর কৌশল হিসাবেই দেখছেন বিশ্লেষকরা। যদিও ওয়ারিং এবং চৌহানের দাবি, এখানে কোনও রাজনীতি নেই।

চৌহান বলেন, ‘বিজেপির উচিত নয় এটা নিয়ে রাজনীতি করা। কিন্তু, সেটাই তারা করছে। লোকসভা ভোটের আগে এমন আরও করবে। রামমন্দির বানিয়েছে একটি ট্রাস্ট। আর অতিথির তালিকা অনুমোদন করছে প্রধানমন্ত্রীর দফতর।’