ক্ষমতা থাকলে বালু, কেষ্ট, পার্থকে দল থেকে সাসপেন্ড করুন : অমিত শাহ

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অমিত শাহ। ছবি : সংগৃহীত

অমিত শাহ। ছবি : সংগৃহীত

ক্ষমতা থাকলে জ্যোতিপ্রিয়, অনুব্রত, পার্থকে দল থেকে বহিষ্কার করে দেখান মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের কলকাতায় বুধবার (২৯ নভেম্বর) এসে তৃণমূল নেত্রীকে এভাবেই চ্যালেঞ্জ ছুড়লেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে দলকে ৩৫টি আসন দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বক্তব্যের শুরুতেই সভার অমিত শাহ বলেন, ‘এই মাঠেই সোহরাওয়ার্দি ডাইরেক্ট অ্যাকশন ডের ডাক দিয়েছিলেন। গোপাল মুখোপাধ্যায় তার মুখোমুখি হওয়ার শপথ নিয়েছিলেন। এই মাঠই পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে যুক্ত রেখেছে।’

এর পর শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে সাসপেন্ড করার বিরোধিতায় সরব হন তিনি। তিনি বলেন, ‘দিদি, কান খুলে শোন। শুভেন্দুজিকে বিধানসভা থেকে বের করতে পারো। কিন্তু, বাংলার মানুষকে চুপ করাতে পারবে না। বাংলার মানুষ বলছে দিদি আপনার সময় ফুরিয়ে এসেছে।’

রাজ্যে দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘মোদিজি লাখ লাখ কোটি কোটি টাকা বাংলায় পাঠান তৃণমূলের সিন্ডিকেট তা মানুষের কাছে পৌঁছতে দেন না।’

রাজ্যে দুর্নীতির বহর বোঝাতে গিয়ে শাহ বলেন, ‘আমি জীবনে কোনও নেতার বাড়ি থেকে এত টাকার বান্ডিল উদ্ধার হতে দেখিনি।’

রাজ্যে বিজেপি কর্মীদের ওপর একের পর এক হামলার প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিজেপি কর্মীরা আমার ভাইয়ের থেকেও বেশি। ২০২৬ সালের ভোটে বুঝতে পারবে কী করে রাজনৈতিক হত্যার ভোট দিয়ে বদলা নিতে হয়।’

এর পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে অমিত শাহ বলেন, ‘সাহস থাকলে জ্যোতিপ্রিয়, অনুব্রত, পার্থকে তৃণমূল কংগ্রস থেকে সাসপেন্ড করে দেখান। রোজ দুর্গার স্তুতি করছেন। যাতে ভাইপোর নাম না বলে দেয়। সংসদের পবিত্রতাও তৃণমূল নষ্ট করেছে। উপহার পয়সা নিয়ে প্রশ্ন তোলা দল বাংলা বা ভারতের কল্যাণ করতে পারে?’

তিনি আরও বলেন, ‘মমতা দিদি, দেশের আইন, একে কেউ রুখতে পারবে না। আমরা সিএএ লাগু করবই। যারা ওখান থেকে এসেছেন সেই হিন্দু ভাইবোনেদের ততটাই অধিকার, যতটা আমার আপনার অধিকার।’

বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দুর্নীতিগ্রত পরিবারবাদী তৃণমূল বাংলার কল্যাণ করতে পারে না। কমিউনিস্টরাও করতে পারে না। কংগ্রেস ও তৃণমূলের আশ্রয়ে রয়েছে, তারা কী করে করবে?’