মহুয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করল সিবিআই

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মহুয়া মৈত্র। ছবি : সংগৃহীত

মহুয়া মৈত্র। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ইতিমধ্যেই ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন তোলা সংক্রান্ত বিস্ফোরক অভিযোগ উঠেছে বেশ অনেক দিন হলো।

ওই অভিযোগকে ঘিরে ‘ক্যাশ ফর কোয়ারি’ মামলায় মহুয়াকে সংসদের এথিক্স কমিটি তলবও করেছিল। ওই ঘটনায় এথিক্স কমিটি মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিলের সুপারিশ করেছে।

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে এবার মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের উদ্যোগ শুরু হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মূলত যে ঘটনাকে কেন্দ্র করে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ, সেটি ‘ক্যাশ ফর কোয়ারি’ মামলা। মহুয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি শিল্পপতি দর্শন হিরানন্দানির থেকে ঘুষ নিয়ে সরকার বিরোধী প্রশ্ন তুলেছিলেন সংসদে।

এর আগে ‘ক্যাশ ফর কোয়ারি’ মামলায় অভিযোগকারী বিজেপির নিশিকান্ত দুবে জানিয়েছিলেন, তিনি মামলাটি নিয়ে লোকপালের দ্বারস্থ হয়েছিলেন, আর লোকপালের নির্দেশেই মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্ত হতে চলেছে।