পাঞ্জাবের গুরুদ্বারে গুলির ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত, আহত পাঁচ

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

ভারতের পাঞ্জাবের কপুরথলার গুরুদ্বারে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সাতসকালে এলোপাথাড়ি গুলির ঘটনায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ওই ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ জন। ঘটনার পর সন্দেহভাজন ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

তবে, ওই হামলার নেপথ্যে কোনও খালিস্তানপন্থী জঙ্গিগোষ্ঠীর ভূমিকা রয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

কপুরথলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, গুরুদ্বারের দখল ঘিরে দুই গোষ্ঠীর বিবাদের জেরেই ওই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

নিহঙ্গ সম্প্রদায়ভুক্ত শিখ গোষ্ঠীর পক্ষ থেকে গুলি চালানো হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

গুরুদ্বারের দখল ঘিরে বিবাদের জেরে আগেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল বলে কাপুরথলার পুলিশ সুপার (হেডকোয়ার্টার) তেজবীর সিং হুন্দাল সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন।

তিনি বলেন, ‘পুলিশ সদস্যরা গুরুদ্বারের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় নিহঙ্গরা তাদের উপর গুলি চালায়।’