খালিস্তানি নেতাকে হত্যার চেষ্টা নস্যাৎ, ভারতকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

খালিস্তানি নেতা পান্নুনের বিরুদ্ধে প্রতিবাদ ভারতে। ছবি : সংগৃহীত

খালিস্তানি নেতা পান্নুনের বিরুদ্ধে প্রতিবাদ ভারতে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এক শিখ বিচ্ছিন্নতাবাদী তথা খালিস্তানি নেতাকে হত্যার চেষ্টা রুখে দিয়েছে মার্কিন প্রশাসন। দ্য ফিনান্সিয়াল টাইমসের বরাতে এমনই খবর জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনায় ইতিমধ্যে সতর্ক করা হয়েছে ভারতকে। কারণ, ওই ঘটনায় নয়াদিল্লি যুক্ত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটন।

বিজ্ঞাপন

যদিও বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচের দিন এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতা চালানোর আগাম হুঁশিয়ারি দেওয়া নিষিদ্ধ খালিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিসের (এসএফজে) নেতা গুরুপতবন্ত সিংহ পান্নুনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।

গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় পান্নুনকে বলতে শোনা যায়, ‘১৯ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে চড়লে প্রাণের ঝুঁকি রয়েছে।’

খালিস্তানি জঙ্গিরা যে, বিশ্বকাপ ফাইনালের দিনটি বাছতে চাইছে, সে কথা গোপন করেননি পান্নুন।

প্রসঙ্গত, কানাডায় আশ্রয় নেওয়া পান্নুন গত সেপ্টেম্বরে সে দেশে বসবাসকারী হিন্দুদের উপর হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন। এর পর তার চণ্ডীগড়ের বাড়ি এবং অমৃতসরের জমি বাজেয়াপ্ত করেছিল এনআইএ।

পাঞ্জাবে পান্নুনের বিরুদ্ধে ২২টি অপরাধের মামলা রয়েছে। তার মধ্যে তিনটি দেশদ্রোহিতার।

যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেনসহ কয়েকটি দেশে সক্রিয় রয়েছে ওই বিচ্ছিন্নতাবাদী সংগঠন এসএফজে। পাঞ্জাবের মধ্যে ‘স্বাধীন এবং সার্বভৌম’ রাষ্ট্র গড়ার দাবি তুলেছে তারা।