জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৩৮

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ৩৮ জন নিহত হয়েছেন। বুধবার (১৫ নভেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এ ঘটনায় জম্মু ও কাশ্মীর রাজ্য পুলিশ বিভাগের জম্মু শাখার কমিশনার রমেশ কুমার জানিয়েছেন, বুধবার সকালে বাসটি কিশতোর থেকে বাতাকোটের দিকে যাচ্ছিল। দোদা জেলার আসার এলাকার কাছে হাইওয়েতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ ফুট নিচে পড়ে যায় বাসটি। এতে বাসটির চালকসহ ৩৮ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তাদেরকে কিশতোর ও দোদার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রমেশ কুমার।

ভারতের ইউনিয়ন মন্ত্রী ডা. জিতেন্দ্র সিং জানান, আহতদের স্থানান্তরের জন্য একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যম এক্স পোস্টে লিখেছেন, ‘জম্মু ও কাশ্মিরের ডোডায় বাস দুর্ঘটনা দুঃখজনক। যারা নিকটাত্মীয়দের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের সুস্থতা প্রার্থনা করছি।’

তিনি আরও লেখেন, ‘দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়া হবে। আর আহতদের ৫০ হাজার রুপি করে দেয়া হবে।’

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাহাড়ের থেকে খাদটা খাড়া হয়ে নেমে যাওয়ায় উদ্ধার কাজে বাধার সম্মুখীন হতে হচ্ছে উদ্ধারকারী দলকে। তারই মধ্যে যাত্রীদেরকে ওপরে তোলার চেষ্টা চলছে।