অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ'র মৌমাছি চাষ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বহু বছর ধরে বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটে আসছে। এরই প্রেক্ষিতে অবৈধ অনুপ্রবেশ বন্ধে অভিনব এক কৌশল অবলম্বন করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এবার সীমান্ত সুরক্ষিত করতে মৌমাছির সাহায্য নিতে চলেছে বাহিনীটি।

কাঁটাতার বসিয়েও যেখানে এত বছরে অনুপ্রবেশ পুরোপুরি ঠেকানো সম্ভব হয়নি। এবার এই পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষিত করতে সীমান্ত এলাকা জুড়ে মৌমাছির চাক বসাচ্ছে বিএসএফ।

বিজ্ঞাপন

হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মৌমাছির বাক্সগুলোর সামনে এমন কিছু ফল ও ফুল গাছ লাগানো হবে, যা মৌমাছিদের পছন্দের। বিশেষজ্ঞদের পরামর্শে বাক্সগুলো এমনভাবে বসানো হবে, যাতে মৌমাছিরা আকৃষ্ট হয়। এই পদক্ষেপের ফলে বিএসএফ আশা করছে তাদের নিজেদের পাশাপাশি এই মৌমাছিগুলোও সীমান্তের প্রহরী হিসেবে কাজ করবে। কেউ অনুপ্রবেশ করতে এলে মৌমাছির আক্রমণের মুখে পড়তে হবে তাকে।

এছাড়াও ভারতের সীমান্তবর্তী গ্রামগুলোর উন্নয়নের জন্য ‘ভাইব্রেন্ট ভিলেজ’ প্রকল্পের ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকল্পের আওতায় মৌমাছি প্রতিপালনের প্রচার চালানো হচ্ছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রামে। এই মৌমাছির মাধ্যমেই অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হতে পারে বলে আশা করছে বিএসএফ।

ভারতে ‘ভাইব্রেন্ট ভিলেজ’ প্রকল্পের আওতাধীন এলাকার মানুষের কর্মসংস্থানের উন্নয়নে বড় ভূমিকা পালন করবে এই মৌমাছির চাক। জানা গেছে, বিভিন্ন জায়গায় মৌমাছির বাক্স বসানো হবে পরিকল্পিত ভাবে। এই মৌমাছির বাক্সগুলোর দেখভালের দায়িত্বে থাকবে স্থানীয়রা। এখান থেকেই মধু সংগ্রহ করে আর্থিক ভাবে লাভবান হতে পারবেন তারা।