ছত্তিসগড়ে শেষ দফা প্রার্থী তালিকা প্রকাশ করলো কংগ্রেস

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত প্রতীকী ছবি।

সংগৃহীত প্রতীকী ছবি।

ভারতের ছত্তিসগড় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃতীয় তথা শেষ দফার প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। গতকাল সোমবার (২৩ অক্টোবর) চূড়ান্ত দফায় মোট ৭ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

এদের মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন বিদায়ী বিধায়ক অম্বিকা সিং দেও এবং বিশিষ্ট শিখ নেতা কুলদীপ সিং জুনেজা।

বিজ্ঞাপন

সরগুজার রাজ পরিবারের সন্তান তথা পাঁচবারের কংগ্রেস বিধায়ক প্রয়াত রাম সিং দেওর ভাইঝি অম্বিকা রাজনীতি থেকে অবসর নিতে পারেন বলে গুঞ্জন দানা বেঁধেছিল কিছু দিন ধরেই।

আগামী ৭ এবং ১৭ নভেম্বর দুই দফায় ছত্তীসগড়ের ৯০টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। ভোট গণনা হবে আগামী ৩ ডিসেম্বর। রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা এবং মিজোরামের সঙ্গে। উপজাতি প্রভাবিত ওই রাজ্যে এবার শাসক কংগ্রেসের সঙ্গে বিজেপির কার্যত মুখোমুখি লড়াই হবে।

এর আগে ৫৩টি বিধানসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল কংগ্রেস।

মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল, উপমুখ্যমন্ত্রী টিএস সিং, বিধানসভার স্পিকার চরণদাস মহন্ত, প্রভাবশালী মন্ত্রী তাম্রধ্বজ শাহুসহ কংগ্রেসের পরিচিত নেতাদের প্রায় সকলেই এবার বিধানসভার টিকিট পেয়েছেন।

কয়েকটি জনমত সমীক্ষায় এই ইঙ্গিত পাওয়া গেছে যে, ওই রাজ্যে আবার সরকার গড়তে পারে কংগ্রেস।