বিহারে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪, আহত ১০০

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: এনডিটিভি

ছবি: এনডিটিভি

ভারতের বিহার রাজ্যে নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় ১০০ জন। বুধবার (১১ অক্টোবর) রাত ৯:৩৫ মিনিটে দিল্লির আনন্দ বিহার টার্মিনাস থেকে আসামের গুয়াহাটির কাছে কামাখ্যার উদ্দেশে যাওয়ার পথে বক্সারের কাছে রঘুনাথপুর স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে এনডিটিভিকে দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় ও রাজ্য পর্যায়ের দুর্যোগ বিভাগের সদস্যরা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের পাটনার এইমস-এ নিয়ে যাওয়া হবে।

বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব জানান, তিনি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং বক্সার ও ভোজপুরের জেলা আধিকারিকদের সাথে ত্রাণ ও উদ্ধার কাজে গতি আনতে কথা বলেছেন।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কার্যালয় জানায়, তারা রঘুনাথপুরে ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তাঁরা আরও জানান, আসাম সরকার বক্সারের জেলা কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থার সাথে যোগাযোগ করছে।