ভারতে খাদ্যমন্ত্রীর বাসায় ১৯ ঘণ্টার তল্লাশি অভিযান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে বৃহস্পতিবার (৬অক্টোবর) দিবাগত রাত ২ টায়  টানা ১৯ ঘণ্টা ধরে অভিযান চালিয়েছেন দেশটির আর্থিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কর্মকর্তারা।

ভারতীয় সংবা্দমাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

ইডির কর্মকর্তারা অভিযান শেষে মন্ত্রীর বাড়ি যখন মন্ত্রীর বাড়ি থেকে বের হচ্ছিলেন তখন  তৃণমূল সমর্থকরা তাদের উদ্দেশে ধিক্কার স্লোগান দিতে থাকেন। কর্মকর্তাদের বের হতে অসুবিধা হচ্ছে দেখে রথীন ঘোষ নিজে এসে তাদের বাইরে বের হতে সহযোগিতা করেন। 

রথীন ঘোষ সাংবাদিকদের এই প্রসঙ্গে বলেন, আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা হয়নি। তবে তাদের ধারণা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে।এই তল্লাশি আমাকে হেনস্তা করতেই পরিচালিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ৬টায় রথীনের বাড়িতে তল্লাশি শুরু করে ইডি। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেআইনি ভাবে পৌরসভায় নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তে এই অভিযান চালানো হয়।