Sanjay arrested in liquor excise corruption case

মদের আবগারি দুর্নীতি মামলায় এএপি নেতা গ্রেফতার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের আম আদমি পার্টির (এএপি) নেতা রাজ্যসভার সদস্য সঞ্জয় সিংকে  আজ বুধবার (৪ অক্টোবর) গ্রেপ্তার করেছে পুলিশ। দিল্লিতে মদ বিক্রি নিয়ে রাজ্য সরকারের আবগারি নীতিতে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ।

এর আগে একই অভিযোগে দিল্লির উপমুখ্যমন্ত্রী ও অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ মণীশ সিসোদিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে। এবার গ্রেফতার হলো এএপি নেতা।

বিজ্ঞাপন

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বলছে, ওই মামলার আসামি ব্যবসায়ী দিনেশ অরোরাকে জিজ্ঞাসাবাদে সঞ্জয় সিংয়ের নাম প্রকাশ পেয়েছে। অরোরার জবানবন্দির ভিত্তিতেই সঞ্জয়কে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয় পুলিশ।